একবার এক ভোরের পাখির কাছে গিয়ে বলেছিলাম-
মনে হয় তুমি বিনিময়ে বড় কিছু পাও,
তাই তুমি খুব ভোরে এত গান গাও।
উত্তরে সে পাখি বলেছিলো-
খুব ভোরে মনসুখে গান গেয়ে যাই,
কোন কালে কোন স্বার্থ খুঁজি নাই।
তবে গান গাই,
কারণ আলো আর ফুল পাই।
সেই ভোরের পাখিটাকে আমি বলেছিলাম-
আমি তোমার মত পেয়েছি এক ফুল-ফুটানো মন,
সেই মনে গান-জাগানো আলো,
তাকে ঘিরে হৃদয়ে আমার জ্বালিয়ে দিলাম
ভালবাসার আলো।
তাকে নিয়ে জন্ম আমার সহস্র আশার,
সাধ জেগেছে চিরদিন তার পাশেতে থাকার।
রচনাকালঃ
কলেজ জীবন (১৯৮১-৮৬ সাল)
রচনাকালঃ
কলেজ জীবন (১৯৮১-৮৬ সাল)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন