সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬

আমি এক নিখাদ সিলেটি


আমি
এক নিখাদ সিলেটি
আমি আমার শরীরের প্রতিটি কোষে কোষে,
রক্তের প্রতিটি কণায় কণায়।
প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে,
প্রতিটি আচরণে, প্রতিটি কথায়।
একজন নিখাদ সিলেটি,
আমার সিলেট ভূমি চিরকাল আজন্ম পরিপাটি।

এখানে আকাশ ঢলে পড়েছে হাওরের সীমানায়,
এখানে পাহাড় সারি বেঁধে বেঁধে বহুদূর চলে যায়।
এখানে কুসুমের মেলা বসে পাহাড়ী উপত্যকায়,
এখানে অজস্র পাখি সারাদিন গান গেয়ে যায়।

এখানে পাহাড়ী নদী, বহে আঁকা বাঁকা,
এখানে মাটির নিচে অজস্র গুপ্তধন রাখা।
এখানে শ্রমিকের হাতে চায়ের কুঁড়ির আটি,
এখানে মাঠভরা নূড়ি বালি আর সাজি মাটি।

আমার পবিত্রভূমি দানে ধন্য মহান আল্লাহর,
নিয়ামতে নিয়ামতে ভরা, রত্মসমাহার,
পেট্রোল-কয়লা-গ্যাস, শিলার পাহাড়।
আসলে, প্রতিটি মাটির কণা মুক্তার চেয়ে খাঁটি,
তিন ষাট আউলিয়ার পুণ্যময় সাধনার ঘাটি।
তাইতো আমি প্রাণভরে বাসিয়াছি ভালো,
দেশের হলুদিয়া মাটি,
আমি এক দূরন্ত কট্টর সিলেটি।

এদেশের সব কথা, সব সুর লুফে নেয়।
আমার চঞ্চল মন,
এদেশের ভাষায়, গানে, লোকভীড়ে, আমি সর্বক্ষণ।
আমার নিঃশ্বাস টেনে লয় এদেশের বাতাস,
আমার কণ্ঠ বলে যায়, সিলেটি নাগরি ভাষা।
কল্পনায় সদা আঁকি এদেশের স্বপ্ন ভালোবাসা।
এদেশের সত্ত্বার সাথে আমি মিশে গেছি,
আমার জনমের পর।
আমি যে বেঁচে আছি, সবা ভিতর।

হৃদপিন্ডের টুকরো সবকিছু,
আমার এই প্রদীপ্ত চোখে।
মানুষ, মাটি, পশুপাখি, বৃক্ষলতা বন,
ফুলে ফলে বধু সেজে হাসে সম্মুখে।

অক্সিজেনের মত সিলি, তোমার দরকার,
তুমি মহান আল্লাহর দান, জীবনে আমার।
আমি এক নিখাদ সিলেটি,
হৃদস্পন্দনের মত আমি ভালোবাসি,
সিলেটের মানুষ আর মাটি।

হয়তো একদিন থেমে যাবে নদীর প্রবাহধারা।
শুকিয়ে যাবে হাকালুকির জল,
টিলাসব ভেঙ্গেঁচুরে হবে সমতল।
বনবাদাড় কেটে কুটে হবে নিঃশ্বেষ,
থেমে যাবে বৃষ্টিধারা, হবে মরুবেশ।

বদলে যাবে মানুষ, আর সব লোকাচার,
আজিকার এসমাজ রবেনা রে আর।
শতাব্দী অতীতের গর্ভে হবে রে বিলীন,
তবুও আমার মন, সিলেটের মাঠে মাঠে,
রবে চিরদিন।

আমি এক ফানাফিল্লাহ, কট্টর সিলেটি,
এদেশের বক্ষে আমি সবযুগে করব হাটাহাঁটি।
আমার প্রিয়তমা সিলির সুরম্য মাঠে মাঠে,
উদাস এই বাউল মন রূপ খুঁজে হাঁটে।

এই হাঁটার হবেনা কবু শেষ,
পার হয়েও আমার মৃত্যুর দেশ।
আমি এক নিখাদ সিলেটি,
উম্মাদ প্রেমিকের মত আমি ভালোবাসী,
সিলেটের মানুষ আর মাটি।


টিকাঃ সিলি- ইবনে বতুতা তার ভ্রমণকাহিনীরিহলাগ্রন্থে সিলেটকে সিলি, কামতা বলে অভিহিত করেছেন। আমিও সিলেটকে নারী প্রতিরূপ প্রদানে সিলি শব্দ ব্যবহার করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন