হেমন্ত-দুই :
বাংলাদেশের পরিতৃপ্ত বুক
সবুজ মাঠেরা আজ দিয়েছে ঢেলে,
ফসলের সোনালী
সম্ভার।
ধানের মধুর গন্ধ ভাসছে বাতাসে,
রিক্ত চাষির ঘরে
খুশীর জোয়ার।
মেঘে ভিজে, রোদে পুড়ে, সারাটা বছর,
হাড়ভাঙ্গা খাটুনী আর সহে সর্দিজ্বর।
কৃষকের স্বপ্নভরা বিষন্ন দুই চোখ,
সোনালি শীষ দেখে জুড়ায় অন্তর।
তিলে তিলে যতনে গড়া ফসলের মাঠে,
বেঁধে বেঁধে সোনার ধানের আটি।
আলপথে সারি বেঁধে গাঁয়ের জনতা,
কাঁধে করে আটি নিয়ে ফিরে নিজ বাটি।
এই ধান কৃষকের দিলখোলা হাসি,
সলাজ কৃষানীর ঘুমটা
টানা মুখ।
দশকোটি
মানুষের ক্ষুধার অন্ন,
চিরদুখী বাংলার
পরিতৃপ্ত বুক।
রচনাস্থানঃ রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
রচনাকালঃ ১৯৮৫ সাল
কাব্যগ্রন্থঃ ঋতুচক্রে ইসফাক।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন