চৌয়াত্তুরঃ আমি
ইসফাক কুরেশী হয়েছি উদাস
আমি ইসফাক
কুরেশী হয়েছি উদাস
স্বপনে স্বপনে
ভরা আমার আকাশ
স্বপনে স্বপনে
ভরা আমার বাতাস  ॥
স্বপ্নের আলোয়
আলোকিত রেখেছি জীবন
হৃদয়ের তুলিতে
আঁকি বসন্ত কানন  ॥
স্বপনের ঘুমঘোরে
ভুলেছি হতাশা
বুকটাকে
বানিয়েছি আশার এক বাসা  ॥
যতনে রেখেছি
স্বপ্ন অট্রালিকা
বাস্তবতার মুখ
কভু হউক নাহউক দেখা  ॥
স্বপ্নের মাঝে
আমি বেঁচে আছি, রক্ত গোলাপ
সাজায়ে রেখেছি
সেথা জীবনের সব কটি ধাপ  ॥
স্বপ্ন আছে তাই
বেঁচে আছি সংসারে
বিষন্ন মন
স্বপ্নরাজ্যে যাবে ফিরে ॥
 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন