বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

হবে রে পম্পাই নগর

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী

হবে রে পম্পাই নগর

ক্লান্ত আমি ফিরে যাব অশোকের দেশে,
হোমারের ছায়াদ্বীপে গ্রিসের জীবনে।
মহাভারতের সব প্রাচীন নিবাসে,
দেবদেবী হনুমান রাক্ষসের সনে।
বিষাক্ত পৃথিবী আজ, নাগের নিঃশ্বাসে।
চলে যাব আমি, ভূতুমপ্যাঁচার বনে,
ধ্বংসের প্রলয় শিঙ্গা বাজায় মানুষে,
তৃতীয় বিশ্বযুদ্ধ হাসছে প্রতিক্ষণে।

আচমকা এসে যাবে বরফের যুগ,
সভ্যতা আশ্রয় নেবে পর্বত গোহায়।
কিয়ামত এসে মহা, ঘটাবে দুর্যোগ,
হিরোসীমা হবে বিশ্ব, মিশবে ধূলায়।
যুক্তরাষ্ট্র, ইউরোপ হবে রে পম্পাই,
পৃথিবীর ইতিহাস, হয়ে যাবে নাই।
রচনাকালঃ ১৯৮৮ সাল, রেঙ্গা-দাউদপুর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন