শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬

বুকের সীমানা


বুকের সীমানা

আমার বক্ষ আজ এক  মহাসাগর, দিক-দিগন্তহীন,
বিস্তৃত হতে হতে সীমা তার হয়ে গেছে অদৃশ্যে বিলীন।

আমি আজ ঘোমটা পরা জড়েসড়ো
রাঙ্গা বধুর মত।
কোন এক শাড়ির রঙ্গীন তলায়,
আমার বুকের সীমাসন্ধান রত।

রচনাকালঃ কলেজ জীবন (১৯৮১-৮৬সাল)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন