শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬

ভগ্নায়মান তীর এক আমি


ভগ্নায়মান তীর এক আমি

শিমি, তুমি আটলান্টিকের সীমাহীন অস্থির ঢেউ,
তীর ছাড়া বিশ্বে তোমাকে সবিশেষ চিনেনা আর কেউ।

তোমার ঢেউয়ের আঘাতে আঘাতে
ভগ্নায়মান সৈকত এক আমি।

ভেঙ্গে ভেঙ্গে আমি,
তোমার গভীর গহীনে,
হচ্ছি বিলীন।
বুকের পাজরে বাজছে আমার মৃত্যুর প্রলয়গীতি।

রচনাকালঃ কলেজ জীবন (১৯৮১-৮৬সাল)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন