১
কাঁদো হে আকাশ,
আরো
কাঁদো,
কাঁদতে যত পারো।
বারণ কেহ করবে
না গো,
এতদুঃখ হৃদয়ে আর, জমানো নেই কারো।
এতদুঃখ হৃদয়ে আর, জমানো নেই কারো।
২
তোমার অশ্রুজলে, সোনা ফলে, তুমিই জীবন,
তোমার খোঁজে, দুইমাস ধরে, পুড়ছে এ-ভুবন।
ক’দিন হলো
অগ্নিদাহ, এইতো হলো শেষ,
কাঁদো তুমি,
ভীষণ
কাঁদো, ভাসাও সারাদেশ।
৩
তোমার জলে করবে
গোসল, বৃক্ষলতা মাটি,
তোমার জলে বাংলাদেশে ফলবে সোনা খাঁটি।
তাইতো তুমি
কাঁদো ওগো, কাঁদতে যত পারো,
কাঁদতে তুমি কত
পারো, দেখবো মোরা আরো।
৪
অনিঃশেষ সম্বল, হে আকাশ, তোমার অশ্রুজল,
সমাবর্তনে সর্বযুগে, বাংলাদেশে, ঘটাও মানব ঢল।
৪
অনিঃশেষ সম্বল, হে আকাশ, তোমার অশ্রুজল,
সমাবর্তনে সর্বযুগে, বাংলাদেশে, ঘটাও মানব ঢল।
তোমার জলে শীতল হয়, বাংলাদেশের প্রাণ,


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন