ইসলাম
ইসলাম এসেছিল জগতে জ্বালাতে সত্যের
মশাল,
নিভায়ে দিতে সব মিথ্যার অন্ধ উত্থাল।
আলোর সূর্য উদিল হঠাৎ যাযাবর প্রান্তরে,
উদ্ভাসিত হলো তাহা পৃথিবীর ঘরে ঘরে।
এই সূর্য দিল তেজ দিক দিগন্ত ময়,
পৃথিবীর নিপীড়িত লোকগুলো পাইলো অভয়।
এগিয়ে গেল এই নূর বৈশাখী তুফানের মতো,
ডিঙ্গিয়ে ভাঙ্গিয়ে সব বাঁধ হোয়াংহুর
মতো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন