শিমুল
পথের পাশে শিমুল গাছে লাল আগুনের হাসি,
জাগিয়ে তুলে প্রেমিক মনে ভালোবাসার
বাঁশি।
রক্তরাঙ্গা লাল আগুনে হৃদয় পুড়ে যায়,
ঐ ফাগুনের হিমেল হাওয়ায় বিরহী গান গায়।
ঐ ফুলেতে কাজল পাখি,
শূণ্যে উড়ায় আমার আঁখি,
প্রজাপতির বেশে।
রাঙ্গাকুসুম দেশে,
বিষের হাসি হেসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন