একশত বাহাত্তরঃ 
আমার কপালে কি লিখা
আমার কপালে কি
লেখা,
পাইলাম না
পাইলাম না রে আমি, দয়াল আল্লার দেখা,
কত খুঁজলাম, কত ডাকলাম, ধ্যানে হইলাম ফানা,
দয়াল গুরু আল্লাজির সনে তবু দর্শন হইল না॥
যত আমি ডাকি
আল্লা তুমি যাও রে সরে দূরে,
দিলা না, দিলা না, ধরা প্রভু পাপী অভাগারে॥
পাপে পাপে অন্ধ আমি, আমার চোখে জ্যোতি নাই,
কেমনে দেখিবো তোমারে আমি জগতগুরু সাঁই,
পাপে পাপে কলবে ময়লা জং ধরেছে ভাই, 
আমি পরম গুরুর কেমনে দেখা পাই॥
ইসফাক কুরেশী অপরাধী মাওলা, 
তার কলংকের সীমা নাই,
আল্লার দীদার
পাবে না, পাবে না সে এই জীবনে তাই, 
রচনাকালঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
গীতিগ্রন্থঃ লালগোলাপ

 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন