আর কতদিন জলের
ধারা ঝরবে অবিরাম,
দিনরজনী
ঝরিতেছে কোন সাগরের ঘাম?
সাগর হতে কালনি আসে হাওয়ায় উড়ে উড়ে,
জৈন্তা পাহাড়, ধাক্কা খেয়ে, সিলেট এসে ঝরে।
এদিক ওদিক ঘুরে
বেড়ায় ময়ুর-পংখী মেঘে,
ঘুমট হওয়া বিশ্ব দেখে, কৃষ্ণবেশে জেগে।
শ্বেত, কফি, লাল, কখনো গাঢ়, কখনো চপল।
আকাশপটে আঁকে জলছবি, শিল্পী মেঘের দল।
পৃথিবীতে নামবে
বলে কত না ঘুশী তার,
বিজলি জ্বেলে মাটির
ধরা, দেখে হাজার বার।
অপরূপ বিশ্ব দেখে
মহানন্দে বজ্র-হাঁক মারে,
আকাশ, বাতাস, কেঁপে উঠে, বৃষ্টি তখন ঝরে।
কি যে জ্বালা, ভীষম জ্বালা, সয়না আর, নামি মাটির বুকে,


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন