রবিবার, ৬ মার্চ, ২০১৬

বর্ষা-চার : ভিজে বাংলাদেশ


বর্ষা-চার : ভিজে বাংলাদেশ
কফি ও রূপালী শাড়ির আঁচলে,
রাঙ্গামুখ লুকিয়ে নেয়,
আকাশের লালবধু সূর্য বারবার।
সেইসাথে নেমে আসে, রূপালী আঁধার।
রূপসী বধুর মুখ, না দেখিয়া শোকে,
প্রকৃতি জমে যায়, যন্ত্রণায়।
নীলাকাশ কালো হয়,
ঢলে পড়ে, অবিরাম কান্নায়।
এই কান্না বুঝি সারাটা বছরের,
 জমানো দুঃখ ব্যথার জ্বালা।
পৃথিবীকে ভাসিয়ে দেয়,
ডুবিয়ে দেয়, হাওর-নদীনালা।
অবিশ্রান্ত অশ্র“তার চোখবেয়ে ঝরে অবিরাম,
এযেন পোড়া বক্ষের জ্বালা, নেভানোর সংগ্রাম।
টপটপ ধ্বনির বুকে, কখনও গর্জে উঠে,
বজ্রের তীব্র অনুনাদ।
বিজলী চমক মারে মেঘের শরীরে,
 স্বজন হারানো নারীর বুকফাটা কান্না নামে, 
যেন, ভেঙ্গে শোকের বাঁধ।
 বর্ষার কান্নায় ভাসে এ ধরনী, ভিজে পরিবেশ,
 অশ্র“জলে স্নান করে, নবজন্ম, লভে বাংলাদেশ
রচনাকালঃ ১৯৯০-৯৫সাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন