আল্লার পীরিত রে
আল্লার পীরিত রে,
ভবসংসার পেতে করে, 
কোন পাগলে রে,
মনে মনে সংসার
পীরিত,
তার উপর আল্লার
পীরিত,
এত পীরিত এক অন্তরে, 
হয়না কবু রে॥
মনে মনে দুনিয়া
খাবে,
সেইসাথে আল্লা পাবে,
এমন দুরাশা ও মন, 
কেমনে কর রে
বুঝনা বুঝনা
তুমি, 
অবুঝ রে॥
রংতামাশা বন্ধ করো,
এক আল্লার রাস্থা ধরো,
আল্লাহু আল্লাহু জিকির,
কলবে বহাও রে।।
ইসফাক কুরেশির দুনিয়াদারি,
তারই ফাঁকে ফরহেজগারি,
তালগোল পাকায়ে ফল,
মাকাল হয়ে যায় রে।।
 ও মন তুমি মজনু হইও,
লম্বা সেজদায় পড়ে রইও,
পাক সাফ অন্তরে তুমি, 
ডাকো আল্লা রে॥
  ধ্যানে বসে আরশে যাও,
ফানা বাকা ছিন্ন করে,
আল্লার স্বত্তায় রে পাগল,
বিলীন হয়ে যাও রে॥
কলবে যদি নূরুল্লা জ্বলে,
চন্দ্র সূর্য তারা যাবে গলে,
আল্লাহ্ আর তোমার মাঝে,
কোন ফারাক রবে না রে।।
গানের বই ঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট/

 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন