রবিবার, ৬ মার্চ, ২০১৬

বর্ষা-এক : মনে পড়ে তার নাম

বর্ষাকাল
বর্ষা-এক : মনে পড়ে তার নাম
মেঘের কোলে মুখ লুকিয়ে হাসছে আকাশ বর,
এই হাসিতে মায়ার আগুন ঝরে দিবসভর।
মধুমধু রূপার আলো, হৃদয় উদাস করে,
কখনও গাঢ়, কখনও শ্বেত, হাজার ছুরত ধরে।
ভেজাপাতা এই আলোতে ঝিকমিকিয়ে উঠে,
মৃদু হাওয়ায় মুক্তাদানা মাটির বুকে লুটে।
বড়বড় বারিবিন্দু, টপটপ, বাজায় সারে গামা,
সুখের ঘুম নয়নে আমার, হয় তখনই জমা।
লুকোচুরি খেলে রবি, ছড়ায় রূপার আলো,
সূর্যহারা স্বচ্ছ জগত লাগে ভীষণ ভালো।
নতুন শোভা, নূতন রূপ, নয়নটা নেয় কেড়ে,
আমি তখন মুক্ত হই, নূতন বিশ্বদারে।
এমোন খেলা খেলায় যেজন, দয়াময় তার নাম,
এমোন রূপের শিল্পীরে মুই, প্রনাম জানাই দিলাম।

টিকাঃ মুই- আমি (সিলেটের আঞ্চলিক শব্দ)
রচনাকালঃ
পূবালী ব্যাংকের প্রথম চাকুরী জীবন
(১৯৯০-১৯৯৫সাল) 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন