রবিবার, ৬ মার্চ, ২০১৬

গ্রীষ্ম-তের : পহেলা বৈশাখ

কবি, লেখক, ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
গ্রীষ্ম-তের: 
পহেলা বৈশাখ

পহেলা বৈশাখ,
বাংলার মানুষ নববর্ষে নিতেছে নতুন বাঁক।
আকণ্ঠচিত্তে বৈশাখী উৎসবে করবে অবগাহন,
শপথ নেবে চির উন্নত করতে সবার জীবন।

বাংলাদেশে জ্বালবে আজ আশার নূতন বাতি,
মুছে যাবে সব অন্ধকার, নামবে বাসর রাতি।
পহেলা বৈশাখ, নূতন জন্মদিন,
মুছে ফেলার অতীতের সব, দুঃখ-ব্যথার ঋণ।

একমুখ হাসির মাঝে একবুক আনন্দ ঢেলে,
ভেসে যাবে সব দুঃখ ব্যথা, প্রথম বৈশাখী জলে।
চিরসত্য, চিরসুন্দর, চিরমঙ্গল সুরে,
গাইবে গান সবে পরম আনন্দে নববৈশাখী ভোরে।

পহেলা বৈশাখ, সকল দিনের মতই একটি দিন,
এদিনে নতুন ইতিহাস গড়ার বেজে উঠে সুখবীন।
অঁজপাড়াগাঁয়ে বটবৃক্ষতলে, বসে বৈশাখীমেলা,
শিশু-কিশোর, মানব-মানবী, উৎসবে কাটায় বেলা।

হাট বাজারে সাজানো দোকান ঘর,
হালখাতা মহরৎ হয়, চারপাশ সুন্দর।
আমানী খাওয়া, বলীখেলা, ঘোড়দৌড়, ষাড়ের লড়াই,
মানুষ, মানুষ, মানুষের ভীড়ে, পা রাখার নেই ঠাঁই।

বাঙ্গালির গানে গানে আসে বাংলায় পহেলা বৈশাখ,
নতুন কণ্ঠে মানুষকে দেয় এগিয়ে যাবার ডাক।

রচনাকাল ঃ ১৯৯০ সাল, 
দাউদপুর, দক্ষিণ সুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন