১
গ্রীষ্মে,
গ্রীষ্মে,
উত্তপ্ত বায়ুর
ঝাপটা লাগে চোখে মুখে,
নীলরঙ্গ গাড় হয় আকাশের বুকে।
স্রষ্টার আনবিক
বোমা সূর্যের ঝলসানো মুখ,
পৃথিবীতে মেলে
ধরে ধ্বংসাত্মক চোখ।
২
গ্রীষ্মে,
গ্রীষ্মে,
আকাশে বাতাসে জ্বলে চিকচিক অগ্নিরশ্মি ফলা,
থেমে যায় রাস্থায় জনতার ছাতাহীন পথচলা।
পৃথিবীটা খাঁ
খাঁ করে অসহ্য যন্ত্রণায়,
অসুন্দর হাত
তুলে সুন্দরের গায়।
রচনাকালঃ ১০৮৯ সাল
রচনাকালঃ ১০৮৯ সাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন