রবিবার, ৬ মার্চ, ২০১৬

গ্রীষ্ম-এগার : ঈশান কোণে মেঘ জমেছে

গ্রীষ্ম-এগার : ঈশান কোণে মেঘ জমেছে

ঈশান কোণে মেঘ জমেছে, যাচ্ছে আকাশ ছেয়ে,
শন-শন-শন বইছে বাতাস ঝড়ের ধাক্কা খেয়ে।
আলোর রেখা মিলিয়ে বুঝি ঐ আসছে ঝড়,
দৈত্য হাওয়ায় বৃক্ষলতা নাচেরে তর-তর।

গরু ছাগল ভূদৌড়ে ছুটছে আপন ঘরে,
কৃষক জেলে কাজ ফেলে যাচ্ছে বাটি ফিরে।
স্কুল হতে খোকাখুকি ফিরবে আবার কবে,
ঘরের মানুষ পথচেয়ে আর কতক্ষন রবে।

কালোমেঘে আকাশ ছাওয়া শেষ, নামবে এবার ত্রাস,
ভেঙ্গে নিবে গাছ-গাছালী, করবে সবি গ্রাস।
সশব্দে বরফ শিলা দিক-বিদিক বর্ষে অবিরাম,
গৃহছাদ ঝাঝরা হয়ে, রাস্তাঘাটে, নামবে রূপার বান।

শন-শন-শন আকাশ ফেড়ে নামছে বুঝি জ্বীন,
খেয়ে ফেলবে সারাবিশ্ব, পেটে পুরে করবে নিশ্চিন।
এবার বুঝি বিশ্ববাসী চিনবে তাদের রব,
করবে স্মরণ খোদার নাম বনি-আদম সব।

 বৈশাখে এই প্রলয় এসে বাংলাদেশে তাড়ায় অলসতা,
মধুমাসের উপহারে ভরে উঠে সব বৃক্ষলতা।
ঠেলায় পড়ে মানুষেরা প্রাণটা ভরে খোদার নাম লয়,
ঝড় বহায়ে আল্লা মোদের দেখান পাপের ভয়।
রচনাকাল ঃ ১৯৯১ সাল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন