১
দিবস অনেক দীর্ঘ্য হয়েছে,
পোহাতে চাহেনা
আর।
বক্ষে তাহার
যন্ত্রণার সূর্য,
গায়ে ঘামাচির কিযে অত্যাচার।
২
২
বীভৎস্য দিন
যেতে নাহি কয়,
পৃথিবীর টুঠি চেপে ধরে।
আগুন রোদ যেন বর্শার
ফলা,
দিকে দিকে পড়ে ঝরে ঝরে।
৩
৩
অশান্ত মানুষ
অশান্ত প্রাণী,
সূর্যডুবার অধীর
অপেক্ষায়।
ডুবিতে চাহেনা সে কোমমতে
,
জ্বলে থাকে
বিক্ষুব্ধ গরীমায়।
৪
৪
দিনের রোদের ক্ষুধার্থ উত্তাপে,
রাতও হয়
লেলিহান।
দুচোখে আসেনা
ঘুম,
হঠাৎ ধ্বনিত হয়
ভোরের আজান।
৫
৫
ছোট হয়ে আসা ক্ষনিকের রাতে,
হাতপা্খা সাররাত, করে খর-খর।
শেষরাতের হিমেল
হাওয়ায়,
চুপেচুপে নয়নে ঘটে ঘুমের আসর।
৬
৬
গ্রীষ্মের
প্রশস্ত দিন দোজখের জ্বালা,
গাত্র করে দাহ।
রাতেরও মমতা নেই
দ্রুত হয় শেষ,
রাত ও দিন,
ভূলে যায় স্নেহ।
রচনাকাল ; ১৯৮৯ সাল
রচনাকাল ; ১৯৮৯ সাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন