সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬

দিলওয়ার, সিলেটের মাতৃত্বের অহংকার


দিলওয়ার
,
সিলেটের মাতৃত্বের
অহংকার
(কবি দিলওয়ার স্মরণে)

একটি সোনার মানুষ, প্রাণ যার, দিনরাত জ্বলে জ্বলজ্বল,
কণ্ঠে শুধু আর্তনাদ, নিপীড়িত মানুষের মুক্তির সংলাপ।
চশমার ফাঁকে চোখ কথা কয়, যেন কথা নয়, প্রাণ কোলাহল,
ইতিহাসে খুঁজে ফিরে, যুগে যুগে মানুষের প্রজন্মের ধাপ।

সহসা ফিরায়ে চোখ, চেয়ে দেখে, কিনব্রিজে রক্তাক্ত অরুন,
হাড্ডিসার শ্রমিকের ঘামে ভেজা, খাঁ-খাঁ অথর্ব দেহ।
হৃদয়ের তারে তার জ্বলে উঠে, যন্ত্রণার বিভৎস্য আগুন,
প্রতিবাদী কলম তার ঢেলে দেয় জননীর আপত্য স্নেহ।

অস্থিময় অঙ্গ তাঁর, লাল পদ্ম, ছানাবড়া দুই চোখ,
মানুষের দুঃখে কাঁদে, অন্তরালে, সিক্ত করে বুক।
গণমানুষের আবেগবাহি কবি, আমাদের দিলওয়ার,
সর্বকালে পৃথিবীতে সিলেটের মাতৃত্বের অহংকার।

চিত্রঃ কবি, লেখক, ব্লগার ও পূবালী ব্যাংকার 
চৌধুরী ইসফাকুর রহমান কুরেশী। 
রচনাকালঃ ১৯৮৬ সাল। 
রচনাস্থানঃ দাউদপুর পূর্ব-চৌধুরীবাড়ি, দক্ষিণসুরমা, সিলেট। 
কাব্যঃ সিলেট তোমার নাম, কবিতা দিলাম। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন