নিদারুণ ক্লান্ত আমি, চোখে নেই ঘুম।
বনবৃক্ষ লতাপাতা ঝিমায় শয়নে,
পাখি সব, রবহীন, ছায়াঢাকা বনে,
নীরোর বাঁশির সুরে জ্বলে সারা রূম।
রোদের দহনে শুষ্ক ঘাসের কুসুম।
শস্যহীন ফাটামাঠ তৃষিত নয়নে,
ঝড়ো মেঘ, খুঁজে ফিরে উদাস গগনে,
ঝঞ্ছা এলে হবে আম কুড়ানোর ধুম।
জৈষ্ঠ্যের দহন লাগে সকল জীবনে,
সোনামাখা হাস্যমান বসন্তের পর।
বসন্ত স্বাগত সহে শীত তর তর,
দুঃখ বেয়ে আসে সুখ প্রতিটি জীবনে।
যেইমাত্র লালরবি বর সেজে আসে,
সেইমাত্র কনে সেজে অমাবশ্যা হাসে।
তারিখ: ০৪-০৭-১৯৮৭ইং
স্থান: দাউদপুর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন