বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

অজস্র বসন্ত হবো

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশি
অজস্র বসন্ত হবো

অজস্র বসন্ত হবো, আমি এই পৃথিবীর গায়,
ফুলের সৌরভ শোভা ঢেলে দিবো উদাস বাতাসে।
বৃষ্টির জলের মতো, সব আমি যাবো ভালোবাসে,
নদী হয়ে চিরদিন পড়ে রবো, মানব সেবায়।
চাঁদ হয়ে প্রেমসুধা ঢেলে দেবো, ভরা পূর্ণিমায়,
ঘৃণিত বঞ্চিত যারা ছায়া হয়ে, রবো পাশে পাশে।
অমরিয়া রবো আমি হাসিমুখেমানুষের কাছে,
আমি পাখি হবো, গান হবো, দু’দিনের দুনিয়ায়।

আমি আর কাউকেও করিবো না ঘৃণা কোনদিন,
কোন লোক, কোন প্রাণী, কোন ফুল, কোন পাখি আর।
নিষ্ঠুর হস্তে আঘাত পাইবে না পাষাণ আমার,
ঘৃণার উদ্ধত বাহু, ভেঙ্গে আমি, করিবো নিশ্চিন।
হাজার বসন্ত হবো, পৃথিবীকে, যাবো ভালোবেসে,
পবিত্র করিবো চিত্ত, সুমধুর কুসুম সুবাসে।
তারিখঃ ০৫-০৯-১৯৮৭ইং
স্থানঃ দাউদপুর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন