সংসারে জনম নিয়ে গ্যাড়াকলে সরলের দল,
তুচ্ছ তাঁরা, অবহেলা অনাদরে কাটায় জীবন।
আয়ুষ্কাল অসফল, অনাসৃষ্টি পৃথিবী ভ্রমণ,
সবার পশ্চাতে হাঁটে, চারিদিকে চতুর সকল।
ভ্যাংচি খায় কুটিলের, চোখ মুদে সহে রে সরল,
জবানে কপাট এঁটে চেয়ে দেখে, কেউ না আপন।
সাদাসিধে দিন যায় দুঃখময়, নীরস জীবন,
সোজারে ঠগায় সদা, ধড়িবাজ কপটের দল।
ক্লান্ত আমি, শিশু হয়ে ফিরে
যাবো, জননীর কোল,
ঠেলাধাক্কা খেয়ে আমি, বোকারাম, পথহারা আজ।
সবাই কনুই মারে,
ধাক্কা দেয়, সারে তার কাজ,
শঠেরা কিলায় মোরে, অঙ্গে গ্যাথে, ভীমরুলের হুল।
এইখানে 'কুটিলতা' সেরা গুণ, বাকী সব ভূয়া।
তারিখ: ০৪-০৭-১৯৮৭
স্থান: মোগলাবাজার আর আর হাইস্কুল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন