হৃদয়ে অমর রবে জ্যান্ত তুমি, আমার বাজার,
শৈশবে গরম হতে হে বাজার, মোদের হল্লায়।
চানাচূর চকলেটে দু’পকেট ভরে দিতে প্রায়,
কৈশরে চাস্টলগুলো, সেজে দিত, আসর আড্ডার।
ভোট এলে সংঘগৃহে পরামর্শ বসিত সবার,
ডাকঘর 'চিঠি, চিঠি' প্রতিদিন
ডাকতো আমায়।
ইউ পি অফিসে কত যাইতাম বিচার সভায়,
চেয়ে দেখি, কুড়িবর্ষ মিশে আছে, প্রতিপদে তার।
পূর্বপুরুষের গড়া, হে আমার, চৌধুরীবাজার,
তোমার নামের মাঝে আজো, ফোটে, তাহাদের মুখ।
তোমার মাটিতে দেখি, স্মৃতিজলে তাহারা উম্মুখ,
প্রেমের বন্ধনে তুমি, বেঁচে রবে, হৃদয়ে আমার।
খুকি তুমি বড় হলে, হলে আজ, এলাকার চোখ,
দাউদপুরের অঙ্গে তুমি প্রসারিত তার মুখ।
তারিখ: ১৭-০৩-১৯৮৮ইং
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন