গাজন নেশায় পড়ে কালক্ষয়, প্রবাসের মাঠে,
আর কত খুঁজিবে রে লোভীমন, সুখের কানন।
আর কত, নষ্ট হবে, পরদেশে সোনার জীবন,
দৈবচক্রে যদি প্রাণ ঝরে যায় প্রবাসের মাটে।
জীবনসঞ্চয় সব, পড়ে রবে, প্রভূহীন ঘাটে,
পৃথিবীর কালোযাদু, দেশে দেশে, করায় ভ্রমণ।
ক্লান্তিহীন, নিদ্রাহীন, করি সবে, আগাছা বপন,
জীবন-মন্তনে বিষ, বিন্দু বিন্দু জমাই ললাটে।
টাকা টাকা জপে জপে আজনম বাড়িঘর ছাড়ি,
সংসার বাঁচাতে সবে,
জন্মভূমি, ফেলে বহুদূরে।
জীবন হারিয়ে যায়, তমসায়, দেশ দেশান্তরে,
কবরের ডাক শুনে কেউ ফিরে, কেউ করে দেরি।
দেরি হলে কফিনের বাস্কে শুয়ে ফিরে তাঁরা ঘরে,
স্বজন জমায় ভীড়, কেঁদে দেখে, তাঁরা ঘুমঘোরে।
তারিখ: ১৮-০৭-১৯৮৮ইং স্থান: দাউদপুর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন