আব্রুহীন যৌবনের ভালবাসা, রেখে দাও বুকে
তুমি কি চেঙ্গিস রবে চিরদিন, বিশ্ব-ইতিহাসে,
যে নামে নিষ্ঠুর ছবি, মৃত্যুচিহ্ন, পাষাণ থাবার,
যে নামে রক্তের দাগ, লাখ লাখ, মানব হত্যার,
তুমি কি লেখাবে নাম, কলঙ্কিত পাপীদের পাশে।
তোমার ভাবমূর্তি কি দুর্নামের প্রতীক্ষায়
আছে,
তুমি কি প্রেমের নও, তুমি কি গো পিচাস ঘৃণার।
তুমি কি নাজি, ফ্যাসিস্ট? গুরু মুসলিনি হিটলার,
প্রেতাত্মারা হাসে আজ, পৃথিবীর উদার বাতাসে।
আর নয়, একদিন যেতে হবে, আল্লার সম্মুখে,
এহিয়া হালাগু নেই, নেই আজ, নাদির তৈমুর।
মাটির করাল গ্রাসে দুর্বৃত্তরা হয়েছে
উপুড়,
আল্লার আদালতে শাস্তি নিশ্চিত, কার সাধ্য রুখে।
আর নয়, আর নয়, স্নেহময়, করো দু’টি চোখ,
আব্রুহীন যৌবনের নগ্ন প্রেমে, ভরে দাও বুক।
তারিখ : ১৮-০৩-১৯৮৮ স্থান : কুলাউড়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন