১
আমার রক্তে যদি মুক্তি আসে, এই নিপীড়িত বাংলার,
আমার সব দেব, শেষ বিন্দু রক্তও দেব, করে অহংকার।
২
আমার শপথ হউক, পৃথিবীকে মুক্ত করিবার,
বঞ্চিত মানুষের মুক্তির গানে প্রাণ সঁপিবার।
৩
আমার রক্তদানে বিশ্বে যদি ফুটে উঠে হাসি,
রক্তদান করব আমি মানুষকে ভালোবাসি।
৪
ইনছাফ সমাজ গড়ায়, ঢেলে দেব সব লাল,
আল্লার কাছে গ্রহণীয় হব,
মানুষের কাছে হব, চেতনার হাল।
মজলুম শহিদের রক্ত, সম্মানিত চিরকাল।
রচনাকালঃ আমার কলেজ জীবন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন