আমরা বারুদ, আমার আগুন,
আমরা দেশের হুতাশন।
আমরা তেজী, আমরা জেদী,
আমরা তুফান সন সন।
বসন্তের রৌদ্রে মোরা,
ঢেউ দোলানো সাগর।
আমার ঘূর্ণী, সব করি চুর্ণী,
মোরা গহিন বনের নাগর।
আমরা চপল, আমরা পাগল,
আমরা দারুণ টাল-মাতাল।
বিনা বাতাসে প্রলয় বসাই,
বাঁধা পেলে উপড়ি শাল।
মোদের ত্রাসে কেঁপে উঠে,
অত্যাচারীর মেশিনগান।
কেঁপে উঠে আকাশ বাতাস,
কেঁপে উঠে ফ্যাসিবাদের প্রাণ।
আমরা গড়ি চীনের প্রাচীর,
স্বৈরাচারের যাত্রা পথে।
সবুজ মাটি লাল হয়ে যায়,
মোদের কচি রক্তস্রোতে।
অন্যায়ের
প্রতিবাদে রাজপথে,
শূন্যে তুলি মুষ্টি।
অন্ধকারে
আলোর বিকাশ,
মোদের চিরকৃষ্টি।
মরতে হবে, ভয় কিছু নেই,
প্রাণ গেলে যাক চলে।
রবির উদয় মানতে হবে,
নইলে গদ্দি যাবে টলে।
নবযাত্রায় ঝাঁপিয়ে মোরা,
জাগাই দারুণ আবেগ।
সমাজ গড়ার বিপ্লব এলে,
শূন্যে তুলি লাল ফেলেগ।
মোদের দ্বারা এই পৃথিবীর,
সকল স্বপ্ন পূর্ণ হউক।
বিশ্বজুড়ে কিশোর দলের,
বিজয় মিছিল বউক।
সকল আঁধার হটিয়ে ধরায়,
ফাগুন রবির উদয় হউক।
মধু মধু আলো ফুটুক,
ফুলের ঘ্রাণে জগত বউক।
রচনাকালঃ আমার হাইস্কুল জীবন
রেঙ্গা দাউদপুর, সিলেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন