বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

রক্ত তোমার হবে নাকি চঞ্চল

কবি লেখক ব্লগার ও ব্যাংকার ইসফাক কুরেশী
রক্ত
তোমার হবে নাকি
চঞ্চল

হে তরুণ, রক্তিম তরুণ, রক্ত তোমার হবে নাকি চঞ্চল?
শোষকের বুকে দেবে নাকি লাথি জুরে, বলরে বল?
হবে নাকি দুর্বার, রক্ত তোমার, শিরায় শিরায়,
শকুনের অস্থি পোড়াতে হবে আজকে শশ্মানগায়।

জাগরে সবাই, নামরে পথে, করিস না আর মৃত্যুভয়,
রক্ত ঢেলে আনবো দেশে সর্বহারার জয়।
হবো হিমালয়, চীনের প্রাচীর, রক্তপিপাসুর মুখামুখী,
গ্রেনেড নিয়ে দাঁড়াবো আমরা হয়েনা পথরুখী।

বামহাতে শ্বেত শান্তির নিশান রইবে গগনে উড়ি,
ডানহাতে মোর কামানের ট্রিগার রাখবো টাইটে ধরি।
আমি হবো দুর্বার ঢেউ ঝড়ের নদী মেঘনার,
সব বাঁধা অহংকার, করে দেবো চুরমার।

আমিতো আমার নই, আমিতো সবার,
আমি অশান্ত মনুগাঙ্গ, সংগ্রামী দুর্বার।
মনুর বন্যার মতো বাঁধভেঙ্গে দলে দেবো সব কুসংস্কার,
আমি এক মুক্তির সৈনিক দশকোটি জনতার।

আমার অদৃশ্য বক্ষে কাঁদে নিপীড়িত মানুষের বাণী,
রক্তে আমার প্রদীপ্ত আগুন, মুক্তির কানাকানি।

রচনাকালঃ কলেজ জীবন (১৯৮১-৮৬ সাল)
রচনাস্থানঃ দাউদপুর, সিলেট। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন