১
এসো প্রিয় স্বাধীনতা,
তোমায় স্মরণ করি।
লাল সবুজ রঙ্গ মেখে,
স্মৃতির আচঁল ভরি।
২
লক্ষ প্রাণের রক্ত ঝরে,
সারা বাংলা সিক্ত করে,
ঘটলো তোমার আগমন।
দুঃখিনী মার অশ্র“জলে,
বাঙ্গালিরা পতাকা তুলে
তোমায় জানায় স্বাগতম।
৩
দামাল ছেলে ছিল যারা,
বুকটা পেতে দিলো তারা,
তোমায় লভিবারে।
রক্তস্নান করে তারা,
জীবন দানে আত্মহারা,
তোমায় পাইবারে।
৪
রক্তে রক্তে সিক্ত হয়ে,
তুমি এলে তুফান বেয়ে,
তোমায় আশির্বাদ।
তুমি এলে সবুজ চুমে,
দুঃখিনী মোর জন্মভূমে,
তোমায় ধন্যবাদ।
৫
দু’শো চৌদ্দ বছর পরে,
আসলে মোদের দ্বারে,
বঞ্চনার দীর্ঘ ইতিহাস।
বিদায় নিলো ধীরে,
রক্ত দিলো লক্ষ বীরে,
আসলো জাতির অবকাশ।
রচনাকালঃ ১৯৮০ সাল
কাব্যঃ হৃদয়ে বাংলাদেশ
স্থানঃ রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন