আজন্ম জ্বলছি আমি পৃথিবীর প্রেমহীন বুকে,
বাকহীন জ্বলি আমি, কেউ মোর, রাখেনা খবর।
এহৃদয়ে বহে সদা বেসামাল শিলা-বৃষ্টি-ঝড়,
লোকে ভাবে আমি নাকি এজীবনে আছি মহাসুখে।
অবুঝ জানেনা তাঁরা, কত ব্যথা, জমানো এবুকে,
এই বুকে বাঘ্র নখ সারাক্ষণ কাটিছে আচর।
হায়রে এ কোন জ্বালা, খান খান সারাটা অন্তর,
পথনেই বৃষ্টিহীন মরুভূমি, আমার সম্মুখে।
অজস্র শব্দের যাদু রচে মোর প্রাণের প্রলাপ,
শব্দশিল্পী আমি, শব্দ নিয়ে খেলি নিশিদিন।
ভাষাবন্দি করি ভাব, কবি আমি, আমি যে স্বাধীন,
আমার শিল্পের বীজ একটাই, বুকাগ্নি উত্তাপ।
যৌবনের উম্মাদনা,
অঙ্গে মোর, বহে আব্র“হীন,
সংসার অনলে পুড়ে,
আজনম আমি
নিদ্রাহীন।
তারিখঃ ১৭-০৩-১৯৮৮ স্থানঃ দাউদপুর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন