বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

কুমারীর বুকে

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশি
কুমারীর
বুকে ইঁদুর চরে

শ্যামল বনের সবুজ বৃক্ষের স্নিগ্ধ ডালে ডালে,
বুনোপাখিরা হয় একাকার সব কলঙ্ক ভূলে।
মানুষ তেমনি  পৃথিবীর মাঠে রেখে এ চরণ,
খোঁজে স্বস্থি, পরম শান্তি, একটু মধুর ক্ষণ।

অজস্র ইঁদুর বাংলা মাঠ বিদীর্ণ করছে হায়,
ক্ষতবিক্ষত, সব বিধ্বস্ত, ইঁদুরের দুষ্ট কাটায়।
শস্যক্ষেতে ইঁদুর পড়েছে, ইঁদুর ধান্যগোলায়,
ঘরে ইঁদুর, বাইরে ইঁদুর, লোকে করে হায় হায়।

তবে কি মানুষ পালাবে বৃক্ষে কিংবা পাহাড় চুড়ায়,
ধাড়ি ইঁদুর বড়ই জাঁদরেল, আরও সচল সেথায়
তবে রে শালার আমজনতা, তোমরা পালাবে কোথায় ?
একটাই উপায়, জোটবেঁধে মেতে ওঠো ইঁদুর হত্যায়।

টীকাঃ ইঁদুর কাব্যিক অর্থ দুর্নীতিবাজ
রচনাকালঃ আমার কলেজ জীবন। 
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন