১
লোকমুখে শুনেছি শুধু ভারতপতির নাম,
তাজমহলের জনক তিনি বাদশা শাহজাহান।
মমতাজের সমাধি তাজ, প্রেমের জীবন্ত স্মৃতি,
সম্রাটের পত্নী-বিরহ-মনুমেন্ট, এইখানে ইতি।
২
তাজমহল বাইশটা বছর কত ঝরালো লোনা জল,
খোঁজে খোঁজে সেই ঘামের দিঘি, আমি চঞ্চল।
সর্বকালে শ্রমিকেরা নিচুজাত পিঁপড়ের দল,
কৃতদাসের কান্না শুনে তাজে, আমি বিহ্বল।
৩
তাজমহলের ইস্টকে ইস্টকে মিশে আছে,
কুড়ি হাজার কামলার রক্ত চোষা ঘাম।
মানুষ্য ইতিহাসে আমি, খোঁজি শ্রদ্ধায়,
সেইসব অস্পৃশ্য কুলি-মজুরের নাম।
ছবিঃ তাজমহল, আগ্রা, ভারত
রচনাকালঃ আমার কলেজ জীবন
রেঙ্গা দাউদপুর, সিলেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন