বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

আকাশ এবং শীতের বাতাস

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
আকাশ
এবং শীতের
বাতাস
শীতার্থ রাতে মাথায় আকাশের ছাদ,
বক্ষ জুড়ে জ্বলছে মিটি মিটি তারা।
আজন্ম পরিচিত এই সুনীল মশারী,
সেথায় ঘুমাই সদা আমি সর্বহারা ।
গৃহ নেই, ছাদ নেই আমার উপরে,
আমারে ঢেকে রাখে উদাস আকাশ।
ইস্টিশন ফুটপাত পার্ক বৃক্ষতলায়,
খোলা জমিনে আল্লার করি বসবাস।
শীতের বাতাস আমার বড় পরিচিত,
প্রতিদিন তার সাথে জুড়াই মিতালী।
কনকনে শীত পরাজিত পাঞ্জা লড়ে,
এ পুড়া জীবনে হজম করেছি সকলি।
শীতের আকাশ ডেকে কয় কানে কানে,
প্রহরা দেবনা আর, বের হও, পথের সন্ধানে।
ক্লান্ত হয়ে গেছি আমি, ঘুম নেই নয়নে,
ঘরের দাবিতে সবাই দাঁড়াও সযতনে
শীতের বাতাস বলে, আমি ছড়িয়ে দেই,
কালোজ্বর, ম্যালেরিয়া, নিমুনিয়া,
অজস্র বিষাক্ত রোগ।
আমারে তাড়াও, এখনো তাড়াও,
সামনে দাড়িয়ে আছে,
বাঁচার সুযোগ।
ঘুমভাঙ্গো বন্ধুরা ডেকে কয়
আকাশ আর শীতের বাতাস-
বাঁচার যুদ্ধে যাও, আবাস চা
ফেলতে দাও স্বস্থির নিঃশ্বাস।

রচনাকালঃ আমার কলেজ জীবন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন