বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

চিরশান্ত হয়ে যাবে তুমি


চিরশান্ত হয়ে যাবে তুমি

দু'চোখের দু'টি পাতা, বন্ধ করে, দাঁড়াও হে জন,
যে কোনো সমাধিগায়, মৌন হয়ে, গভীর নীরব।
দেখবে অনন্ত ঘুমে, মজে আছে, আগেকার সব,
দেখবে মাটির গায়ে, মিশে গেছে, সবার জীবন।
ফেলে রেখে, ধনজন, বাড়িগাড়ি, সাজানো কানন,
ফেলে রেখেপুত্রকন্যা, প্রিয়জন, সংসারের সব।
ফেলে রেখে রসে রঙ্গে মাতোয়ারা আনন্দের ভব,
 এখানে এসেছে সবে, সাঙ্গ করে, রঙ্গের ভ্রমণ।

ভেবেছ কি? তোমাকেও যেতে হবে, নির্জন এ ঘরে,
স্যাঁতস্যাঁতে, শ্বাসরুদ্ধ, অপ্রশস্ত মাটির তলায়।
থাকতে হবে একাকী, অনাদর ও অবহেলায়,
একদা সোনার অঙ্গ, কীটে খাবে, মাটির কোঠরে।
চোখমুদে দেখেছ কি? তুমি সেই আলোহীন দেশে,
যদি দেখো তবে, নবজন্ম হবে, সদ্যশিশু বেশে। 
তারিখ: ২৫-০৬-১৯৮৭  রেঙ্গা দাউদপুর, সিলেট।
কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন