জানিও তোমার দুঃখে, সবচেয়ে বেশি কাঁদে মায়।
নয়মাস মৃত্যুঝুঁকি নিয়ে গর্ভে রাখেন যতনে,
পৃথিবীতে আসামাত্র বুকে নেন স্নেহের
বাঁধনে,
তোমার সুখে, সর্বোচ্চ খুশী হন, তিনি সর্বদায়।
যৌবনে তরুণী এক বুকপাতে তোমাকে জড়ায়।
বিনাসূতি মালা গেঁথে টেনে নেয় মধুর জীবনে,
তোমার শরীর মন বেঁধে ফেলে প্রেমের বাঁধনে,
পালানো হয়না আর,
বন্দি করে সংসার চাকায়।
মাতা-ভগ্নি-জায়া-কন্যা চাররূপে, নারী পূণ্যবান।
সীমাহীন ঋণী আমি আজীবন নারীর চরণে।
যৌবনে রমণী এক, ঠাই দেয়, বক্ষ আলিঙ্গনে,
আগাছার চারা দিয়ে সযতনে সাজায় বাগান।
বিচিত্র রমণী রূপ,
শান্ত এক ভাঙ্গা
গড়া নদী,
মানব প্রজন্ম ধারা, তাঁরি কাঁধে বহে নিরবধি।
তারিখ: ২৮-০৬-১৯৮৭
স্থান: দাউদপুর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন