বড় হয়ে হবো আমি একদিন মুক্তির সৈনিক,
ইসলামি সাম্যবাদ প্রচারিব পৃথিবীর কাছে।
হাসিমুখে জনতাকে যাবো আমি সদা ভালোবেসে,
শোষিত মানব গোষ্ঠী, ডাকে মোর, হইবে শরিক।
প্রগতি ও ইসলাম দিবে তারে বাঁচিবার দিক,
ইসলাম ও সাম্যের লালঝান্ডা উড়াবো আকাশে।
দুই হাতে দু’টি ঝান্ডা নিয়ে যাবো
বিপ্লবীর বেশে,
খাঁটি মুসলিম আমি, একি সাথে ক্ষিপ্র আধুনিক।
এবার প্রস্তুত আমি, রক্তলাল কাফন পরিয়া,
আত্মা ও দেহের মুক্তি, পৃথিবীকে দিবো উপহার।
আমার রক্ত ঢেলেও,
প্রেমে দেবো, বুকে হতাশার,
ভালোবাসা নেবো আমি জনতাকে ভালোবাসা দিয়া।
ইসলামি কম্যুনিষ্ট আমি পৃথিবীর ইতিহাসে,
আমি আল্লার সৈনিক, সর্বহারা, জনতার পাশে।
তারিখঃ ২৯-০৬-১৯৮৭ইং
স্থানঃ দাউদপুর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন