রাত শেষে লালরবি উঠে পূর্বাকাশ।
প্রভাতের কূলে বসে শৈশবের রবি,
জগতে বিলায়ে দেয়, জীবনের ছবি,
সারাদিন ঘটে তার উদাস বিকাশ।
পিছুপিছু কালোছায়া গুপ্ত করে বাস।
আলোছায়া লুকোচুরি দেখে শুধু কবি,
সন্ধ্যা হলে ডুবে সূর্য, দিনের সুরভি,
রাত হলে নিদ্গৃহে, ঘুমায় উদাস।
লালফিতা একদিন ছিড়ে যায় শেষে,
পার হয়ে মায়াময় প্রস্ফুটিত রূপ।
তৈল ফুড়ায়ে প্রদীপ হয়ে আসে চুপ,
দিবাশেষে ঢলে পড়ে পতনের দেশে।
প্রচন্ড ক্ষমতা যশঃ ঐশর্য্য পাহাড়,
সময় ফুরায়ে গেলে বসত ভাগাড়।
তারিখ: ২৪-০৬-১৯৮৭
স্থান: দাউদপুর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন