বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

আসেনা কখনো আর

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
আসেনা কখনো আর

পুস্পমাখা বসন্তের বনে এখনো কোকিল ডাকে,
বছর প্রারম্ভে আজো কালবৈশাখীর ঝড় আসে।
বর্ষায় সূর্য ঘুমায়, আসমানে, কালো মেঘ ভাসে,
শরতের শান্ত বিলে হাসিমাখা পদ্ম ভেসে থাকে।
আঁধার আকাশ জুড়ে, সারারাত, তারা জ্বলে থাকে,
হেমন্তে শিশির ঝরে, প্রভাতের সোনালি বাতাসে।
শীতের হিম ঠান্ডায়, পৌষমাঘে প্রাণে কম্প আসে,
বারবার ঘুরে সব, চক্রাকারে, পৃথিবীর বাঁকে।

নদীর জল সাগরে গিয়ে মেঘমালা হয়ে ফিরে,
ফিরে আসে, পৃথিবীকে ঝরে ঝরে ভিজাতে আবার।
ফিরে আসে, দুঃখ শেষে, সোনামাখা, দিবস আবার,
অনুরূপ, ফিরে আসে, সবঘুরে, পৃথিবীর নীড়ে।
কিন্তু, তুমি মরে গেলে কোনদিন ফিরিবেনা আর,
কিংবা অতিক্রান্ত দিন, এজীবনে ফিরেনা আবার।
তারিখঃ ২২-০৭-১৯৮৭
স্থানঃ দাউদপুর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন