ঘুরেফিরে একদিন,
সব দিন হয়ে যাবে
শেষ,
লোকালয় ছেড়ে যাব, সঙ্গীহীন, অচীন জীবনে।
রইবে আকাশে মেঘ,
লালরোদ, পূস্প মধুবনে,
অজস্র নদীর ঢেউ, পাখি-ডাকা সোনামাখা দেশ।
ফুলের সুবাস আর,
করবে না, আমারে আবেশ,
নগর হাওর বন, শান্ত গ্রাম, তারারা শয়নে।
জলাভূমি, বেলাভূমি, হাকালুকি কাঁদবে বিহনে,
যবে আমি চিরতরে সব ছেড়ে হব নিরূদ্দেশ।
চলে যাব, বদ্ধঘরে, পরিপাটি ঘাসের তলায়,
কোদালে মসৃন করা,
সুকোমল মাটির
গভীরে।
মৃদু আলো জ্বেলেদিবে জুনাকিরা রাতে অন্ধকারে,
অরণ্য গজাবে ঘন,
ঝি ঝি পোকা গাইবে
সেথায়।
শত ডাক, তবু আমি চোখ মেলে তাকাবনা আর,
আমি আর আসবনা,
বাংলাদেশে, ভীড়ে জনতার ।
তারিখ: ২১-০৭-১৯৮৭ স্থান: রেঙ্গা দাউদপুর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন