১
পরাশক্তির দম্ভ হুংকার,
কতদিন বিশ্ব মাঝে রবে আর,
রক্তে ঢেলে মুছে দাও,
দানবের সব বন্য অহংকার।
২
পৃথিবীর সব ক’টি দেশ,
শান্তিতে
পড়ে আছে বেশ।
কেন'বা তাকাবে লোভে,
তাদেরে করিতে নিঃশ্বেষ,
প্রাণ দিয়ে নিভিয়ে দাও,
পৃথিবীর সব হিংসা বিদ্বেষ।
৩
মারণাস্ত্র অসুরেরা কেন করিতেছে নির্মাণ,
অসভ্য বর্বর দল করে কেন ধ্বংসের ধ্যান।
৪
পৃথিবীকে
বলী দেবে, ফাঁসি দেবে তাই,
ক্ষুধার্ত পশুরা ফাঁসীর মঞ্চ রাখছে সাজাই।
আনবিক যুদ্ধের হুংকারে গ্রহ ভয়ে কম্পমান,
নৃজাতির প্রতি নেই দরদ, নেই কোন টান।
৫
পৃথিবী কাঁদিছে নিরলে বসিয়া,
কে করিবে তারে ত্রাণ।
শান্তিবাদীরা আজ হও আগুয়ান,
হও হিমালয়, দাঁড়াও রুখিয়া,
অবিনাশী সুরে গাহিয়া উঠো,
মানবসভ্যতার শ্বাসত জয়গান।
রচনাকালঃ ১৯৮৫ সাল (কলেজ জীবন)
রেঙ্গা দাউদপুর, সিলেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন