বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

কবি

কবি, লেখক, ব্লগার ও পূবালী ব্যাংকার চৌধুরী ইসফাকুর রহমান কুরেশি

কবি

অজস্র শব্দকে ছন্দের বাঁধনে বেঁধে,
তুমি, কবি হতে পারবে না ভাই।
কবি হতে হলে বক্ষে তোমার,
হাজার সূর্যের অগ্নিদহন চাই।

তুমি যদি প্রজ্জলিত সূর্য হতে পার,
ঢেলে দিতে পার, উত্তাপ আলো,
বুকের রশ্মি মহাতেজে দাউদাউ জ্বালে,
পুড়িয়ে দিতে যদি পার, সব কালো।

তাহলে তবেই তুমি, হয়ে যাবে কবি,
কবির উপমা কেবল বসন্তের উত্তপ্ত রবি।

রচনাকালঃ কলেজ জীবন, সিলেট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন