শান্তি না হবে কবু জালিমের এই দেশে,
সত্য ভাবে বাঁচতে হলে মরতে হবে শেষে।
অবাক এদেশ, সর্বলোকে টাকায় রাখে হাত,
অর্থলোভে জুলুম চালায় সারাটা দিনরাত।
দীনহীনের গলাটিপে, মাথায় মারে লাঠি,
বাংলাদেশের কোথায় আমরা সর্বহারা হাঁটি?
দু’একজন সাচ্ছা আদমি আছেন প্রশাসনে,
বোকা বলে ঘৃণা করে সবাই মনে মনে।
বেতনে জুটেনা ভাত দুঃখে ভরা দিন,
ঘুষখোর বন্ধুরা সব, টাকাতে রঙিন।
হায়রে সোনার দেশ, রক্তে গনোরিয়া,
মৃত্যুকোষ ক্যান্সার ব্যস্ত ভূড়ি নিয়া।
আমার দেশে গুটিকয়, মানুষ যারা হয়,
অনাহারে অনিদ্রায় জীবন করে ক্ষয়।
বাংলাদেশে ভাল মানুষের প্রাণ বাঁচানো দায়,
একোন দেশে এলাম আমি, ভাবি হায়রে হায়।
মিথ্যার রাজত্বে আজ সত্য অসহায়,
প্রাণভয়ে সত্য সদা দূর পালিয়ে যায়।
নীতিহীন অমানুষ আজ, রচিয়াছে অন্ধকার ব্যুহ,
দুনিয়াদারের দুনিয়াদারী, খাই খাই, জাগতিক মোহ।
রচনাকালঃ ১৯৮১ সাল রেঙ্গা, দাউদপুর, সিলেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন