ক্যানাডার পর্যটন নগরী নায়েগ্রা সিটিতে নায়েগ্রা জল্প্রপাতে কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
আলোর প্রদীপ জ্বালো
আলোর প্রদীপ জ্বালো
১
বাংলার আকাশ নীল নয়, বিবর্ণ বিভৎস্য কালো,
রবির উদয় ঘটাও সেখানে,
আলোর প্রদীপ জ্বালো।
একদিন এই দেশে সুখ ছিল, মানুষের পেটে ছিল ভাত,
রূপকথার হাজার গল্পে তাঁরা কাটতো দিবস রাত।
২
গোলাভরা ধান ছিল, গোয়ালভরা গরু,
দিঘিভরা মাছ ছিল, ফলে নূয়া তরু।
চোখে চোখে হাসি ছিল, মুখে মুখে গান,
সকলের বক্ষে ছিল মায়া অফুরাণ।
৩
এখন কোথায় গেল, বাংলাদেশের সুরভী সে হাসি?
দিকে দিকে চোখের জলে মানুষের বুক যায় ভাসি।
৪
ইবনে বতুতার বাংলার পান, আজ পানদানে নাই?
আর্তকন্ঠের করুণ কান্না শুনতে কেবল পাই?
৫
কলুর বলদের মতো এখানে খেটে মরে গরিবের দল,
অথচ পায় না তাঁরা মোঠা ভাত, অন্ন ফুটাবার জল।
কেন কলি এই দেশে পাপড়ি মেলার পায় না সুযোগ?
কেন কোটি কোটি মানুষ শিকলবন্দি যুগের পর যুগ?
৬
বাংলার মানুষ জাগো আজিকে, বাঁচার প্রতীজ্ঞা ভালো।
রবির উদয় ঘটাও আকাশে, আলোর প্রদীপ জ্বালো।
(আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জীবনে লেখা কবিতা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন