১
হে রূপালি চাঁদ, জানি তুমি আড়াই লক্ষ মাইল দূরে,
যেতে আমি পারবনা কোনদিন তোমার বক্ষপুরে।
তিন মার্কিনি এঁকে দিল, পৃষ্ঠে তোমার নৃপদচিহ্ন,
চন্দ্রদেবীর অজেয় অহংকার হয়ে গেল ছিন্নভিন্ন।
২
আর্মস্ট্রং, অলড্রিন, মাইকেল কলিন্স দুঃসাহসী দুর্বার,
বিজয় অভিযানে তাঁদের রূপকথা ভেঙ্গে ছারখার।
আরব্যরজনীর যাদুর ঘোড়া চড়ে হাওয়ায় উড়ে উড়ে,
যেতে হবেনা আর চরকা বুড়ির মায়াবী রুপালি চরে।
৩
প্রিয়তমার উপমা তুমি হে চাঁদ বহুদূরে আছ জানি,
বামন আমি, তোমার অঙ্গ ছুঁতে পারবনা, তাও জানি।
২১ জুলাই ১৯৬৯ সনে হলো তোমাতে পদচিহ্ন রাখা,
চিরযৌবনা বুকটা যদিও বাস্তবে হয়নি কখনো দেখা।
৪
তুমি বিমূর্ত, তুমি সত্য, মানুষের অভিযানে,
কল্পকাহিনি ডিলিট সব আজ, বিজ্ঞানের কল্যাণে।
রচনাকালঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জীবন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন