শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬

জয় ফিলিস্তিন

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
জয় ফিলিস্তিন

নিপীড়িত মানুষের প্রতিবাদী বুকে,
কতকাল গর্জিবে তুমি, হে উদ্যত মেশিনগান?
রক্তকে যারা বৃষ্টির মত ঢালছে রাস্থায়,
জয়ী হবেই হবে, তাঁরা চির অম্লান।

মৃত্যুর হস্তে যারা আত্মা রাখছে পন,
রক্তে লিখছে প্রিয় জন্মভূমির নাম।
গৃহহারা বিতাড়িত ভিখারীর বেশ তবু,
প্রত্যয়ী তারুণ্য নিয়ে করছে সংগ্রাম।

মাতৃভূমির মুক্তির স্বপ্নে কাফন পরিয়া গায়,
সদা লড়াই যারা করছে রাস্তায়।
হে বর্বর মেশিনগান, অনর্থ বর্ষিয়া তুমি,
যাবে যে ফুরায়।

অবশ্যই রক্তিম সূর্য ন্যায়ের পক্ষে,
নিশ্চিত দিবে রায়।
অত্যচারীর দম্ভ, পৃথিবীতে তখন,
পালাবে কোথায়?

ইতিহাসের বিষাক্ত সব নাগনাগিনীরা,
ফিলিস্তিনে ঘনঘন ফেলছে নিঃশ্বাস।
কত সভ্যতার পবিত্র এ মাটি,
দুষ্টরা করছে গ্রাস।

ধন্য ফিলিস্তিন, ধন্য তোমার সকল সন্তান,
স্বাধীনতার জন্য তাঁরা নির্ভয়ে দিতেছে প্রাণ।
সূর্য একদিন উদিবে আকাশে গেয়ে মুক্তির গান,
অজস্র শহিদের রক্তে ভিজে উড়বে জয়নিশান।

আত্মদানের বিজয় মহিমা খুব বেশি দূরে নয়,
সত্যের সৈনিক, আল্লাহ সাথী, করনা মৃত্যুভয়।
রক্তের সাগর বেয়ে, ফিলিস্তিনে, আসছে ঐ বিজয়,
কানে কানে শুনি আসমানি বাণী- অভয়, অভয়।

জয় ফিলিস্তিন, জয় পি.এল.ও
খুব বেশি দূরে নয়, বিজয়ের তুফান এল।

রচনাকালঃ কলেজ জীবন (১৯৮১-৮৬),
রেঙ্গা দাউদপুর, সিলেট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন