শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬

সূর্যমুখী

কবি লেখক ব্লগার ও ব্যাংকার ইসফাক কুরেশী
সূর্যমুখী

হে সূর্যমুখী, হে হলুদিয়া রূপের সাগর,
তুমি সূর্যের এক মহামুগ্ধ প্রেমিক প্রবর।
অপলক চেয়ে থাকো সূর্যের পানে সারাদিন,
ঘুরাও ফেরাও মুখ, যেদিকে সূর্যের ঘটে প্রদক্ষিণ।
সূর্যের ভালবাসা পেয়ে বাঁচে পৃথিবীর সবকটি দিক,
অথচ কেউ নয়, তুমিই কেবল ওর শ্রেষ্ট প্রেমিক।
প্রিয় সূর্যমুখী, তোমার পানে আমি তাকাই নিশ্চূপ,
চেয়ে দেখি, সূর্যের রৌদ্রে জ্বলে তুমি অপরূপ।
আসলে আমিও হতে চাই হলুদ সূর্যমুখী,
পাপড়ি মেলাতে চাই সূর্যের মুখোমুখী।

সূর্যের উদয় হউক কিংবা নাই হোক শেষে,
পৃথিবীতে বেঁচে রবো সূর্যকে ভালবেসে।
আজনম গাইবো আমি সূর্যের অগ্নিময় গান,
সূর্যমুখীর মত যেন হয় মোর দিবাঅবসান।
এ জীবনটা ছায়াপথের কোন এক লাল রক্তরবি,
আলো আর উত্তাপ ঢেলে তাঁর বাঁচাতে হবে সবি।
রচনাকালঃ কলেজ জীবন(১৯৮১-৮৫সাল), সিলেট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন