১
আমার ঠিকানা চেয়েছ বন্ধু,
কী ঠিকানা দেবো আমি তলহীন দেশে।
ঘুর ঘুর করি আমি বুনো বিহঙ্গের বেশে,
হতাশার আগুন ঝরে, প্রতিটি নিঃশ্বাসে।
২
আমি থাকি সারাবেলা ফুটপাতে ময়লায়,
ঢলে পড়ে নিঃস্বরা যেথায়, দারুণ ক্ষুধায়।
খেটে খাওয়া শ্রমিকের খাঁ খাঁ দুই চোখে,
আমি বাস করি তাহাদের সকরুণ মুখে।
৩
বেওয়ারিশ কংকালের লাশে আমি থাকি,
হতাশ তারুণ্য, উদ্ভ্রান্ত মন, আত্মহত্যা বাকি।
হে বন্ধু, খোঁজে নাও, সহজেই আমারে,
আমি বসে আছি প্রতিবাদী বন্দুক ট্রিগারে।
৪
বন্ধু তুমি, আমার খবর খোঁজে নাও ভাল করে,
ক্লান্ত কুলির ঘামে ভেজা ছিন্নবস্ত্রের আঁচড়ে।
আমার নামটি খোঁজো, চাকুরির ইন্টারভিউ হলে,
আমারে লাইনে দাঁড়ানো পাবে, বেকারের দলে।
৫
আমাকে খোঁজিও শহরে ও গ্রামে সবখানে সারাক্ষণ,
সেখানে পাবে মোরে, যেখানে বঞ্চিত হতাশ জীবন।
রচনাকালঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জীবন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন