আমি হবো ঘাতকের গালী
আমি অভিশাপ, আমি দু’চোখের বালি,
মীরজাফর, মহাম্মদি বেগ, জগত শেঠের।
আমি অভিশপ্ত রাজাকারের কন্ঠে কাফের,
আমি সম্মুখে দাঁড়ানো এহিয়ার কামানের।
আমার প্রাণের শত্র“ হালাকু, চেঙ্গিস খান,
হিটলার, তৈমুর ল্যাংড়া, এহিয়া, টিক্কাখান।
নরঘাতক পশুরা আমার হৃদয়ের দুশমন,
শহিদ সিরাজ-উদ-দৌলারা মোর প্রিয়জন।
আমি উন্মুক্ত নদীর মতো ভাংতে চাই বাঁধ,
ন্যায় ও সত্যের সাথে, মেলাই, কাঁধে কাঁধ।
দুষ্ট জল্লাদেরা সবযুগে গালী দিক আমাকে,
এ প্রত্যাশা সযতনে লালিত মোর বুকে।
রচনাকালঃ কলেজ জীবন
রচনাকালঃ কলেজ জীবন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন