বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

বিবর্ণ পৃথিবী আজ

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
বিবর্ণ
পৃথিবী
আজ

বিবর্ণ পৃথিবী, কেন আজ এত কুৎসিত কালো?
ফুলের শোভা নয় রূপময়, লাগেনা এখন ভাল।
পৃথিবীর সব রঙ্গ, সব সুর, সব মায়া গেছে পরলোকে ,
আলো নেই, নিদারূণ অন্ধকার মানুষের চোখে

কোথায় বসন্ত আজ? কোথায় পূর্ণিমা?
কোথায় উদাস সাগর? উদার নীলিমা?
সব যেন পুড়ে ছাই বৈশাখী দহনে,
শান্তির অমৃত সুধা ঝরে গেছে বনে।

মানুষ ক্রন্দন করে হতাশার হাহাকারে,
বক্ষে মুষ্টি মারে পৃথিবীর পারে পারে।
নদীর জলে জোয়ার ছিল, আজ আর নাই?
স্নেহের বন্ধন কই? তুমি আমি সব ভাই ভাই।

কবরের কংকালগুলো আজ করছে মিছিল,
ভয়ার্থ ভৌতিক কান্ড, সুন্দর নেই, বিশ্ব বেমিল।
কিশোরীর চুম্বন আর, আমারে করেনা চঞ্চল,
আমি শুকিয়ে গেছি, শেষ মোর তৃষ্ণার জল।

কৃষ্ণচূড়ার ডালে, লালরং দেখিনা আমি আর,
সব রূপ, হয়ে গেছে কুরূপ, নয়নে আমার।
নষ্টামীর খোচা খেয়ে খেয়ে চোখদুটি অন্ধ হয়ে গেছে,
ভরসা নেই, কেমনে বাঁচি আমি এই আলোহীন দেশে।
রচনাকালঃ কলেজ জীবন (১৯৮১-৮৬ সাল)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন